ডিসেম্বর নাগাদ কানাডায় দিনে আক্রান্ত হবেন ২০,০০০ মানুষ

ডিসেম্বরের শেষ নাগাদ প্রতিদিন কানাডায় করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়াতে পারে ২০,০০০। বৃহস্পতিবার নতুন মডেলিং ডাটা ব্যবহার করে বেশির ভাগ মিডিয়া আউটলেট এ খবর দিয়েছে। তবে ওই ডাটা প্রকাশ হওয়ার কথা রয়েছে শুক্রবার। পাবলিক হেলথ এজেন্সি অব কানাডা’র এই ডাটা প্রকাশ করার কথা। গ্লোব এন্ড মেইল পত্রিকা, কানাডিয়ান ব্রডকাস্টিং করপোরেশন রিপোর্ট করেছে যে, যদি সামাজিক যোগাযোগ বৃদ্ধি পায় তাহলে দিনে সেখানে নতুন করে আক্রান্তের সংখ্যা ৬০ হাজার দাঁড়াতে পারে। বর্তমান প্রতিদিনের আক্রান্তের তুলনায় এই সংখ্যা বা প্রক্ষেপণ অনেক অনেক বেশি। বৃহস্পতিবার সরকার প্রকাশিত তথ্য অনুযায়ী, ১২ই নভেম্বর থেকে ১৮ই নভেম্বর পর্যন্ত সেখানে গড়ে আক্রান্ত হয়েছেন ৪৭৮৮ জন করে। তবে এসব বিষয়ে কথা বলতে নারাজ স্বাস্থ্য সংশ্লিষ্টরা।

রয়টার্স

এমন আরো সংবাদ

একটি উত্তর দিন

দয়া করে আপনার মন্তব্য লিখুন !
দয়া করে এখানে আপনার নাম লিখুন

সর্বশেষ সংবাদ