জুতার দাম ৪৩ লাখ টাকা

জুতার দাম ৫১ হাজার ডলার, যা বাংলাদেশি মুদ্রা প্রায় ৪৩ লাখ টাকা। এটি যেই সেই জুতা নয়; ছাগলের চামড়া দিয়ে তৈরি আড়াইশ বছর আগেকার পাদুকা।

ফ্রান্সের সর্বশেষ রানি মারি-আনতোয়ানেতের জুতা জোড়া রোববার নিলামে তোলা হয়৷

জুতা জোড়ার দাম সর্বোচ্চ ১০-১২ হাজার ডলার পর্যন্ত দাম উঠতে পারে বলে ধারণা করছিলেন অনসেন্ট নিলাম হাউসের কর্মকর্তারা৷

কিন্তু নিলামে তোলার পর সারাবিশ্ব থেকে ডাক উঠতে থাকে এর৷ শেষ পর্যন্ত তা বিক্রি হয় ৫১ হাজার ডলারে। সংগ্রহে রাখার জন্য এ জুতা জোড়া যিনি কিনেছেন, তার নাম প্রকাশ করা হয়নি৷

সাদা রঙের ৮ দশমিক ৮ ইঞ্চি লম্বা এ জুতা ছাগলের চামড়া দিয়ে তৈরি৷ কিছুটা উঁচু হিলের এ জুতার ওপরের অংশটি রিবন দিয়ে সাজানো৷

দেশটির ষোড়শ রাজা লুইয়ের স্ত্রী মারি-আনতোয়ানেতে ১৭৮৯ সালে ফরাসি বিপ্লবের সময় ফ্রান্সের রানি ছিলেন৷ বছর দুয়েক আগে রানির ব্যবহৃত অলঙ্কারও নিলামে তোলা হয়েছে৷ কয়েক মিলিয়ন ডলারে বিক্রি হয়৷

 

তথ্যসূত্র: ডয়েচ ভেলে।

এমন আরো সংবাদ

একটি উত্তর দিন

দয়া করে আপনার মন্তব্য লিখুন !
দয়া করে এখানে আপনার নাম লিখুন

সর্বশেষ সংবাদ