তবে ক্লার্ক গেফোর্ডকে কবে বিয়ে করবেন সে তারিখ জানাননি জ্যাসিন্ডা আর্ডের্ন। এর আগে তিনি বলেছিলেন, নির্বাচনরে আগে তারা কোনওভাবেই বিয়ে করবেন না। নির্বঅচনে পুনরায় জিতে আর্ডের্ন জানালেন, বিয়ের তারিখ ঠিক হয়ে গেছে। নিউজিল্যান্ড হেরাল্ড
গণমাধ্যমের প্রশ্নের জবাবে জ্যাসিন্ডা বলেন, ‘আমাদের এই ব্যাপারে পরিকল্পনা চুড়ান্ত হয়েছে। তবে সবাইকে তারিখ জানানোর আগে আমরা পরিবার ও বন্ধুদের সঙ্গে আলোচনা করতে চাই। এরপরেই আপনারা তা জানবেন।’ ডেইলি মেইল
এই জুটির ২ বছর বয়সী নেভে নামে এক কন্যা রয়েছে। গতবছর ইস্টারের সময় তারা বাগদান সম্পন্ন করেন। অবশ্য সেই বাগদানের খবর তখনই প্রকাশ হয়নি। পরে জ্যাসিন্ডার হাতে আঙটি দেখে এক সাংবাদিক প্রশ্ন করলে, তিনি বাগদানের কথা স্বীকার করে নেন। নিউজিল্যান্ডে এই দুইজনের জুটি বেশ জনপ্রিয়। ইন্ডিয়া টুডে