BAU Alumni Canada Inc এর Virtual ঈদ পুনর্মিলনী

করোনা পরিস্থিতি পাল্টে দিয়েছে আমাদের জীবনধারা। মুহূর্তের জন্য থমকে দাঁড়ালেও থেমে থাকেনি কোনো কিছুই। দৈনন্দিন জীবনধারা চলছে তার নিজস্ব গতিতে। BAU Alumni Canada ও খুঁজে নিয়েছে তার বিকল্প পথের সন্ধান। তারই ধারাবাহিকতায় গত শনিবার ২২আগস্ট অনুষ্ঠিত হলো BAU Alumni Canada এর Virtual Eid Reunion. আয়োজন ছিলো Zoom এবং Facebook Live এর মাধ্যমে। রাত ০৮:১৫ মিনিটে Zoom এ অনুষ্ঠানের প্রথম পর্ব শুরু হয়। Bangladesh Agricultural University Alumni এর পক্ষ থেকে General Secretary জনাব মো: কুতুব উদ্দিন শামীম সবাইকে স্বাগত জানিয়ে অনুষ্ঠানের সুচনা করেন এবং অনুষ্ঠান সূচির বিশদ বর্ননা প্রদান করেন। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বাউ এলামনাই সভাপতি বিশিষ্ট Realtor প্রকৌশলী রাসেল সিদ্দিকী। অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট কৃষি বিজ্ঞানী ড: জয়নুল আবেদিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট বিজ্ঞানী, আনবিক শক্তি কমিশন বাংলাদেশের প্রাক্তন চেয়ারম্যান কৃষি প্রকৌশলী ড: মোশাররফ হোসেন, BRRI এর প্রাক্তন মহাপরিচালক কৃষি প্রকৌশলী ড: সাইদুল ইসলাম এবং CEO of NRB TV & Weekly Bangla Mail জনাব শহিদুল ইসলাম মিন্টু। এ ছাড়াও অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব Mr Shaogat Ali Sagor, Editor Notundesh.com, Mr Hafizur Rahman, Editor Parobashiblog.com এবং Mr Khurshid Alam, Editor Monthly Prabashi Kantho.

Covid 19 এ আক্রান্ত হয়ে যে সকল কৃষিবিদ বা তাদের পরিবারবর্গ মৃত্যু বরণ করেছেন তাদের জন্য শোক প্রস্তাব পাঠ করেন বিশিষ্ঠ ক্রিড়াবিদ BAU Alumni Canada’র সহ সভাপতি জনাব মাহবুবুল করিম সেলিম এবং তাদের স্মরণে ৩০ সেকেন্ড নিরাবতা পালন করা হয়। শোক প্রস্তাব শেষে অনুষ্টানের প্রধান অতিথী Board of Director দের পরিচয় করিয়ে দেন এবং BAU Alumni এর সমৃদ্ধি কামনা করে বক্তব্য দেন। ড. মোশাররফ হোসেন, ড: সাইদুল ইসলাম এবং জনাব শহীদুল ইসলাম মিন্টু ও BAU Alumni’র সমৃদ্ধি কামনা করে সংক্ষিপ্ত বক্তব্য দেন।
অনুষ্টানের প্রথম পর্বের উল্লেখযোগ্য বিষয় ছিল শিশু ও কিশোরদের প্রতিযোগিতা। অনুষ্ঠানটি পরিচালনা করেন BAU Alumni এর Director Sponsorship & Income Generation ড: এ কে এম লতিফ এবং Director Women Affairs ড: ফয়জুন্নাহার বিশ্বাস।গ্রুপ C (upto grade 8) র প্রতিযোগীরা নিম্ন লিখিত বিষয়গুলিতে সরাসরি অংশগ্রহণ করে।অংশগ্রহণকারীদের স্বতঃস্ফূর্ততা উপস্থিত সকল অথিতী বৃন্দের প্রশংসা অর্জন করে।
Group A (Post-secondary level): ১০০০ শব্দের মধ্যে রচনা প্রতিযোগিতা
Group B (G9 – 12 level): ১০০০ শব্দের মধ্যে রচনা প্রতিযোগিতা
Group C (K to G8 level): Songs, Recitation, Playing Musical Instruments, Telling Jokes, etc.
অনুষ্ঠানের শেষ পর্বে বিজয়ীদের নাম ঘোষনা করেন BAU Alumni এর সম্মানিত সদস্য জনাব কাজী ফরদৌস and Dr Toriqul Islam.
বিজয়ীরা হচ্ছেন:
Group A:
1st: Sadman Tajwar, Father: Dr Toriquel Islam Tareque,
 2nd: Tanwir Ahmed, Father: Mr Kutubuddin Ahmed Shamim
 3rd: Shoaib Alam Mehdi, Father: Mr Tofa
Group B:
1st: Noshin Rodoshi, Father: Dr Toriqul Islam Tareque
2nd: Abdullah Bhuiyan, Father: Mr Atiq Bhuiyan
3rd: Tausif Ahmed, Father: Mr Kutubuddin Ahmed Shamim.
Group C (অংশগ্রহণকারী)
1. Yaseen Kabir- Religious recitation-Grand son of Qazi Ferdous
2. Rafan Islam (7), Poem/song – Grandson of Dr Mosharraf Hossain
3. Zayan Islam(13), Poem/Song -Parents: Mrs Munia Islam & Mr Saidul Islam
 4. Rayan Taheen (7), Religious/Poem- Parents: Dr Tahera Sultana & Dr Rashedul Islam
5. Aleya Haque (5), Violin-Father: Engr Ehsanul Hoque, Alberta.
6. Fatima Zahra, Religious recitation – Father: Mr Mahedul Hossain.
7. Abdur Rouf Fahin, Religious recitation-Father: Mr Mahedul Hossain.
8. Manga Mawara, JOKES-Father: Dr Toriqul Islam Tareque.
9. Zane Rahman (8)- Mother: Mrs Afsana Reshmin.
10. Zarif Rahman (8)-Mother: Mrs Afsana Reshmin.
11. Bashir Latif – Religious Recitation, Father: Dr AKM Latif.
এ ছাড়াও মাঠ পর্যায়ে অনুষ্ঠিত হয়েছিল “আংগিনার সবজি চাষ” প্রতিযোগিতা। অনুষ্টানের এই পর্যায়ে “আংগিনার সবজি চাষ” প্রতিযোগিতা বিজয়ীদের নাম ঘোষণা করেন BAU Alumni Canada এর Vice President Mr Maslim Uddin. “আংগিনার সবজি চাষ” প্রতিযোগিতায় প্রথম হয়েছেন: জনাব গোলাম কিবরিয়া, ২য় হয়েছেন ড. হাসান বাবর, এবং তৃতীয় হয়েছেন জনাব কাজী ফেরদৌস।
এরপরে ছিলো একটি “আড্ডা” পর্ব। আড্ডা পর্বটি পরিচালনা করেন বাউ এলামনাই এর যুগ্ম সম্পাদক কৃষিবিদ জনাব রেজওয়ান করিম অনিক এবং অনুষ্ঠানের সভাপতি কৃষি প্রকৌশলী জনাব রাসেল সিদ্দিকী
অনুষ্টানের দ্বিতীয় পর্বে ছিল সংগীতানুষ্ঠান , যেটি সরাসরি ফেসবুক পেজে Live প্রচারিত হয়েছিল। অনুষ্টানের এই পর্বের সঞ্চলনায় ছিলেন বাউ এলামনাই এর যুগ্ম সম্পাদক কৃষিবিদ জনাব রেজওয়ান করিম অনিক। অনুষ্টানে সংগীত পরিবেশন করে যারা শ্রোতা-দর্শকদের প্রশংসা কুড়িয়েছেন তারা হচ্ছেন Sabjul Haque সবুজ, ফাহিম আজিজ ,Anuja Chanda অনুজা ,নাজ কামাল, নওশীন ইসলাম,এবং রোজান নাসরিন।প্রায় দেড় ঘন্টার এই পর্বটি সকলেই উপভোগ করেছেন। রাত প্রায় ১২টা ৫মিনিটে অনুষ্টানের সভাপতি জনাব রাসেল সিদ্দিকী অনুষ্ঠানের সমাপ্য ঘোষণা করেনা।
সব মিলিয়ে এটি ছিল একটি অনবদ্ধ সুন্দর আয়োজন l অংশগ্রহণকারী আর দর্শকবৃন্দ সকলেই উপভোগ করেছেন। আগামীতে আবারও BAU Alumni Canada ফিরে আসবে নতুন আয়োজনে।
—————————–

এমন আরো সংবাদ

একটি উত্তর দিন

দয়া করে আপনার মন্তব্য লিখুন !
দয়া করে এখানে আপনার নাম লিখুন

সর্বশেষ সংবাদ