নিউইয়র্কে জুমার নামাজে কৃষ্ণাঙ্গ যুবকের মোটরবাইক হামলা

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের একটি মসজিদে মোটরবাইক হামলায় বেশ কয়েকজন মুসল্লি আহত হয়েছেন। গতকাল শুক্রবার জুমার নামাজ চলাকালীন নর্থ ব্রঙ্কস ইসলামিক সেন্টারের আওতাধীন জামে মসজিদে এ ঘটনা ঘটে। পুলিশ ঘটনাস্থল থেকে হামলাকারী এক কৃষ্ণাঙ্গ যুবককে গ্রেপ্তার করেছে। এ ঘটনায় স্থানীয় মুসলিমদের মাঝে উত্তেজনা বিরাজ করছে।

হামলা হওয়া জামে মসজিদের মুসল্লিরা জানান, শুক্রবার বেলা একটার দিকে পবিত্র জুমার নামাজের জন্য মুসল্লিরা প্রস্তুতি নিচ্ছিলেন। মসজিদের ভেতরে স্থান সংকুলান না হওয়ায় এবং করোনাভাইরাসজনিত কারণে সামাজিক দূরত্ব বজায় রাখতে গিয়ে নামাজের জন্য মসুল্লিরা ফুটপাত ও রাস্তায়ও অবস্থান নেন। নামাজ শুরু হওয়ার আগেই মোটরসাইকেল আরোহী এক কৃষ্ণাঙ্গ যুবক উত্তেজনামূলক কথা বলতে থাকেন। তিনি একপর্যায়ে মুসল্লিদের ওপর মোটরবাইক উঠিয়ে দেন। এতে কয়েকজন মুসল্লি আহত হন।

মসজিদটিতে উপস্থিত মুসল্লিরা হামলাকারীকে ঘিরে রেখে পুলিশ খবর দেন। খবর পেয়ে বিপুল সংখ্যক পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পুরো এলাকাটি ঘিরে ফেলে। পরিস্থিতি খারাপ হওয়ার আগেই এবং উত্তেজিত মুসল্লিদের কবল থেকে পুলিশ কৃষ্ণাঙ্গ যুবককে তাদের হেফাজতে নিয়ে নেয়।

হামলাকারী যুবকের নাম-পরিচয় এখনো জানা যায়নি। আহত মুসল্লিদের চিকিৎসার জন্য স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানা গেছে।

এমন আরো সংবাদ

একটি উত্তর দিন

দয়া করে আপনার মন্তব্য লিখুন !
দয়া করে এখানে আপনার নাম লিখুন

সর্বশেষ সংবাদ