আইসিইউতে থাকা ফেরদৌস ওয়াহিদের করোনা শনাক্ত

জ্বর ও শারীরিক দুর্বলতা নিয়ে রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) আইসিইউতে চিকিৎসাধীন সংগীতশিল্পী ফেরদৌস ওয়াহিদের করোনা শনাক্ত হয়েছে।

গত এক সপ্তাহ ধরে ফেরদৌস ওয়াহিদ জ্বরে ভুগছিলেন। কয়েকদিন আগে নগরীর আনোয়ার খান মডার্ন হাসপাতালে কোভিড-১৯ পরীক্ষা করানো হলে রেজাল্ট নেগেটিভ আসে। তবে দ্বিতীয়বার পরীক্ষায় করোনা পজিটিভ আসে বলে জানান ফেরদৌস ওয়াহিদের ব্যক্তিগত সহকারী মোশাররফ আজমি।

এদিকে গত বৃহস্পতিবার সন্ধ্যায় হঠাৎ তিনি অসুস্থ হয়ে পড়লে তাকে সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) ভর্তি করা হয়। পরে তার শারীরিক অবস্থা অবনতি হওয়ায় তাকে নিবিড় পর্যবেক্ষণে (আইসিইউ) রাখা হয়।

এর আগে গত ২০ আগস্ট সংগীতশিল্পী ফকির আলমগীর সকলের কাছে ফেরদৌস ওয়াহিদের জন্য দোয়া প্রার্থনা করে লিখেন, ‘সতীর্থ শিল্পী, ভক্ত-অনুরাগী, শুভাকাঙ্ক্ষী এবং দেশবাসীর কাছে তার সুস্থতার জন্য সবার কাছে আমি দোয়া চাচ্ছি।’

৬৭ বছর বয়সী এ সংগীতশিল্পী কয়েক বছর ধরে হৃদরোগ, উচ্চ রক্তচাপ ও ডায়াবেটিসে ভুগছেন।

এমন আরো সংবাদ

একটি উত্তর দিন

দয়া করে আপনার মন্তব্য লিখুন !
দয়া করে এখানে আপনার নাম লিখুন

সর্বশেষ সংবাদ