ট্রুডো তার সন্তানদের স্কুলে পাঠানোর সিদ্ধান্ত নেননি

কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো তার ছেলেমেয়েরা সেপ্টেম্বরে স্কুলে যাবে কি না, সে বিষয়ে এখনও সিদ্ধান্ত নেননি। তবে স্কুলগুলো কোভিড-১৯ মহামারী চলাকালীন সময়ে খোলার জন্য প্রস্তুত রয়েছে।

কানাডার স্থানীয় গণমাধ্যম সিটিভি নিউজ জানিয়েছে, সংসদের বর্ধণের ঘোষণা দেওয়ার জন্য আয়োজিত এক সংবাদ সম্মেলনে  প্রধানমন্ত্রীকে আসন্ন স্কুল সেশনে তার বাচ্চাদের স্কুলে পাঠানোর পরিকল্পনা আছে কি না জিজ্ঞাসা করা হলে-  ট্রুডোর উত্তরটি একটি আত্মবিশ্বাসী ‘হ্যাঁ’ বা একটি নির্দিষ্ট ‘না’ থেকে অনেক দূরে ছিল। জাস্টিন ট্রুডো বলেছেন, অনেক পিতামাতার মতো, এটি এমন একটি বিষয় যা নিয়ে আমরা খুব সক্রিয় আলোচনায় আছি।

তিনি আরও বলেন, একটি ফেডারেল সরকার হিসেবে, আমরা প্রদেশগুলোকে সমর্থন করার জন্য সেখানে থাকব, কারণ তারা সত্যিই গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে, যাতে আমাদের বাচ্চারা বিদ্যালয়ে বছর শুরু হওয়ার সাথে সাথে নিরাপদে থাকার সুযোগ পায়। তবে আমি জানি যে, অভিভাবকরা তাদের স্থানীয় স্কুল এবং স্কুলবোর্ডের পরিকল্পনা কী হতে চলেছে, তা যত্ন সহকারে দেখছেন।

 

উল্লেখ্য, ট্রুডোর তিন শিশু সন্তান অন্টারিওর পাবলিক স্কুলে পড়ে।

মঙ্গলবার ট্রুডো জোর দিয়ে বলেন, বাচ্চাদের স্কুলে ফেরত পাঠাতে হবে কি না, এই সিদ্ধান্ত নেওয়ার জন্য তার পরিবার অনেকগুলো বিষয় বিবেচনা করছে। আমরা স্কুলের পরিকল্পনাগুলো কী তা দেখছি। দেখছি যে, বাচ্চারা মাস্ক পরা সম্পর্কে কেমন অনুভব করছে।

তিনি আরও বলেন, বাবা-মা হিমেবে তার ব্যক্তিগত বন্ধুরাও এই একই প্রশ্ন জিজ্ঞাসা করছেন।

উল্লেখ্য কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন  ট্রুডো আগেও এই প্রশ্নের মুখোমুখি হয়েছেন।

অন্যদিকে পুরো কানাডায় এই মুহূর্তে অনেক পিতা-মাতা তাদের সন্তানদের স্কুলে যেয়ে ক্লাস করার চাইতে ঘরে বসে অনলাইনে ক্লাস করানোর ওপরে গুরুত্ব দিচ্ছেন।

আহসান রাজীব বুলবুল, কানাডা

এমন আরো সংবাদ

একটি উত্তর দিন

দয়া করে আপনার মন্তব্য লিখুন !
দয়া করে এখানে আপনার নাম লিখুন

সর্বশেষ সংবাদ