মোঃ আবদুর রহিম এর মৃত্যুতে বিভিন্ন সংগঠনের শোক প্রকাশ

আলোকচিত্র শিল্পী ও সংগঠক রাইয়ান মালিকের স্নেহবৎসল পিতা মোঃআবদুর রহিম গত ৩০শে জুন ভোর ৫টায় ৮৮ বছর বয়সে বাধর্ক্য জনিত কারনে (Royal Victoria Hospital,Montreal)শেষ নিঃশ্বাষ ত্যাগ করেন(ইন্নালিল্লাহি ওয়াইন্নইল্লাহি রাজিউন)। মৃত্যুকালে তিনি স্ত্রী, ১মেয়ে ও ১ছেলে এবং নাতি -নাতনী সহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। তাঁর গ্রামের বাড়ি লংখা কুলাউড়া,সিলেট। জীবদ্দশায় তিনি ৩২ বছর বাংলাদেশ মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাষ্ট এ অতীব সম্মানের সাথে কাজ সম্পাদন করেছেন। সর্বশেষ তিনি মিমি চকলেট কোম্পানীতে ম্যানেজার হিসেবে দায়িত্ব পালন রত অবস্থায় তার কর্মজীবন সম্পন্ন করেছেন। তিনি ১৯৮৮ সালে স্বপরিবারে কানাডায় চলে আসেন। সৎ, নির্ভীক,সজ্জন,ধর্ম পরায়ন ও সমাজ হিতৈষী এই মানুষটির মহা প্রয়ানে বাংলাদেশ সোসিও কালচারাল ফোরাম(BSCF), সিলেট জেলা সমিতি, বাংলাদেশ বুড্ডিস্ট এসোসিয়েশন, সাপ্তাহিক ভোরের আলোসহ কানাডার বিভিন্ন সামাজিক, রাজনৈতিক ও সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে গভীর শোক প্রকাশ করা হয় এবং তাঁর বিদেহী আত্মার শান্তি কামনা করা হয়।

এমন আরো সংবাদ

একটি উত্তর দিন

দয়া করে আপনার মন্তব্য লিখুন !
দয়া করে এখানে আপনার নাম লিখুন

সর্বশেষ সংবাদ