জয়কে ‘শয়তান’ বললেন মালেক আফসারী

শাহরিয়ার নাজিম জয় অভিনেতা হিসেবে যতটা পরিচিত তার চেয়ে বেশি পরিচিত সঞ্চালক হিসেবে। নাটক, চলচ্চিত্র নির্মাতা হিসেবেও তার আলাদা পরিচয় রয়েছে। টেলিভিশন বিনোদনমূলক অনুষ্ঠান ‘সেন্স অব হিউমার’ তাকে আলোচনায় নিয়ে আসে। পাশাপাশি এই অনুষ্ঠান নিয়ে রয়েছে অনেক সমালোচনা।

শাহরিয়ার নাজিম জয়ের বিরুদ্ধে প্রথম অভিযোগ তিনি তার অনুষ্ঠানে স্বভাবসুলভ ভঙ্গিতে তারকাদের আপত্তিকর প্রশ্ন করেন। এবার একই অভিযোগ তুললেন চিত্র পরিচালক মালেক আফসারী। তিনি এ কারণে জয়কে ‘শয়তান’ বলতেও কুণ্ঠিত হননি।

মালেক আফসারী একটি সাক্ষাৎকারে জয় সম্পর্কে বলেন, ‘একদম সুপার চালু লোক! সে ঘটনাগুলো ঘটায় ভাইরাল হওয়ার জন্য। এটা তার স্টাইল। পৃথিবীতে অনেক রকম উপস্থাপক আছে। ও বেছে নিয়েছে শয়তানির পথ।’

জয়ের অনুষ্ঠানে একাধিকবার অতিথি হয়েছেন মালেক আফসারী। তিনি বলেন, ‘একটা অনুষ্ঠানে আমাকে সে ফলস পজিশনে ফেলার চেষ্টা করেছিলো। উল্টো আমি তাকে ফলস পজিশনে ফেলেছিলাম। ও (জয়) একটা শয়তান!’

তবে জয়ের এই স্টাইলকে সমর্থন করেন মালেক আফসারী। তিনি বলেন, ‘সে যদি তার স্টাইল চেঞ্জ করে দুই পয়সার দাম থাকবে না। তাকে এ রকম বিতর্কিত সব সময় থাকতে হবে। এ জন্য বিতর্কিত প্রশ্ন করতে হবে। গালি শুনতে হবে। এই যে আমি ‘শয়তান’ বললাম এটা তাকে শুনতে হবে। শুনে হজমও করতে হবে।’

এ সময় জয়কে মালেক আফসারী ‘বাঘের বাচ্চা’ বলেও উল্লেখ করেন। তারকাদের বিব্রত করার অভিযোগ এনে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতি থেকে জয়কে কারণ দর্শানোর নোটিশও দেওয়া হয়েছিল।

এমন আরো সংবাদ

একটি উত্তর দিন

দয়া করে আপনার মন্তব্য লিখুন !
দয়া করে এখানে আপনার নাম লিখুন

সর্বশেষ সংবাদ