নমুনাই দেননি, অথচ বার্তা এলো ‘করোনা পজিটিভ!’

ভোরের আলো ডেষ্কঃ

চট্টগ্রামে এবার এক সাংবাদিকের নমুনা পরীক্ষা ছাড়াই
করোনা পজিটিভ বলে রিপোর্ট দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। ওই রিপোর্টে দাবি করা হয়েছে, তিনি ঢাকার ন্যাশনাল ইনস্টিটিউট অব ল্যাবরেটরি মেডিসিন অ্যান্ড রেফারেল সেন্টারে নমুনা দিয়েছেন। অথচ বাস্তবে তিনি ওই তারিখে ওই ল্যাবে নমুনাই দেননি। চট্টগ্রামের বাসিন্দা ওই সাংবাদিক ঢাকায়ও যাননি।
তিনি চট্টগ্রামের দৈনিক পূর্বদেশের স্টাফ রিপোর্টার এমএ হোসাইন।
সোমবার (২২ জুন) সকালে তার মুঠোফোনে স্বাস্থ্য অধিদপ্তরের নির্ধারিত নাম্বার ০১২৯০২৪৬১২ থেকে করোনা পজিটিভ বলে একটি এসএমএস পাঠানো হয়।
বিষয়টি নিশ্চিত করে সাংবাদিক এমএ হোসাইন বলেন, ‘আজকে এসএমএস করে জানালো ১৭ তারিখে নাকি আমি নমুনা দিয়েছি। তাও আবার ঢাকায়।

এমন আরো সংবাদ

একটি উত্তর দিন

দয়া করে আপনার মন্তব্য লিখুন !
দয়া করে এখানে আপনার নাম লিখুন

সর্বশেষ সংবাদ