শিল্পীর স্কেচে ধর্ষকের ছবি

ভোরের আলো ডেস্ক:

কদমতলীতে ৬ বছরের শিশু ধর্ষণের শিকার হয়েছে। তবে মাস্ক পড়া ওই ধর্ষককে খুঁজে পাচ্ছিল না পুলিশ। পরে সিসি ফুটেজ দেখিয়ে শিল্পীকে দিয়ে স্কেচ করে সন্দেহভাজন ধর্ষক মো. টুটুলকে গ্রেপ্তার করে পুলিশ।

শনিবার (২ মে) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন কদমতলী থানার অফিসার ইনচার্জ (ওসি) জামালউদ্দিন মীর।

তিনি সংবাদমাধ্যমকে বলেন, ‘২৫ এপ্রিল সন্ধ্যায় টুটুল মুরাদপুর এলাকায় শিশুটিকে ধর্ষণ করে পালিয়ে যায়। এরপর মুরাদপুর এলাকায় ধর্ষণের স্থানটির আশেপাশের ১৬টি বাড়ির সিসি ক্যামেরার ভিডিও ফুটেজ জব্দ করা হয়। একটি ফুটেজে দেখা যায়, এক যুবক ওই মেয়েটিকে হাত ধরে রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে। কিন্তু যুবকের মুখে মাস্ক পড়া ছিল। তাকে শনাক্ত করাও যাচ্ছিল না। পরে সাখওয়াত তমাল নামে এক শিল্পীকে দিয়ে সন্দেহভাজন যুবকের স্কেচ এঁকে নেওয়া হয়। ওই স্কেচের ১শ কপি পোস্টার বানানো হয়। পোস্টার এলাকায় টানানোর পর একজন ফোন করে ওই যুবকের পরিচয় নিশ্চিত করে। পরে সিসি ক্যামেরার ফুটেজ থেকে মাস্ক পড়া ধর্ষককে শুক্রবার (১ মে) রাতে কদমতলী এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।’

তদন্তে পুলিশ জানতে পেরেছে, টুটুলের বাসা মুগদা এলাকায়। তিনি কদমতলীতে তার নানা ও খালার বাসায় মাঝে মাঝে ঘুরতে আসতেন। ২৫ এপ্রিল সন্ধ্যায় শিশুটিকে কৌশলে ডেকে নিয়ে ধর্ষণ করে। পরে ভুক্তভোগীর বাবা এ ঘটনায় থানায় মামলা করেন।

(ভোরের আলো/ফআ)

এমন আরো সংবাদ

একটি উত্তর দিন

দয়া করে আপনার মন্তব্য লিখুন !
দয়া করে এখানে আপনার নাম লিখুন

সর্বশেষ সংবাদ