‘গবেষণাগার থেকে করোনাভাইরাসের উৎপত্তির প্রমাণ মেলেনি’

অনলাইন ডেস্ক:

চীনের উহানের গবেষণাগার থেকে করোনাভাইরাসের উৎপত্তির কোনো প্রমাণ পাওয়া যায়নি বলে জানিয়েছেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী স্কট মরিসন। শুক্রবার ক্যানবেরায় এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেছেন।

গত সপ্তাহে অবশ্য মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে সুর মিলিয়ে স্কট করোনাভাইরাসের উৎপত্তি অনুসন্ধানে বৈশ্বিক তদন্তের আহ্বান জানিয়েছিলেন। এতে ওই সময় ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছিল বেইজিং।

শুক্রবার স্কট জানিয়েছেন, করোনার উৎপত্তি উহানে দাবি করে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প যে তত্ত্ব হাজির করেছেন তার সমর্থনে অস্ট্রেলিয়ার কাছে কোনো তথ্য নেই।  করোনার প্রাদুর্ভাব কীভাবে শুরু হয়েছিল এবং এটি কীভাবে দ্রুত বিশ্বে ছড়িয়েছে সে বিষয়ে তদন্তের জন্য তিনি যে আহ্বান জানিয়েছিলেন এই সংশয় তাকেই সমর্থন করছে।

মরিসন বলেন, ‘আমাদের কাছে আগে যেসব তথ্য ছিল সেগুলো উৎসের ব্যাপারে ইঙ্গিত দেয় না।’

তিনি বলেন, ‘আমরা জানি এটা চীন থেকে শুরু হয়েছিল, আমরা জানি এটা উহান থেকে শুরু হয়েছিল, সম্ভাব্য চিত্রটি হচ্ছে এটি বণ্যপ্রাণীর চোরাই বাজার থেকে শুরু। তবে এটা এমন ব্যাপার যা পুঙ্খানুপুঙ্খ মূল্যায়ন করতে হবে।’

(ভোরের আলো/ফআ)

এমন আরো সংবাদ

একটি উত্তর দিন

দয়া করে আপনার মন্তব্য লিখুন !
দয়া করে এখানে আপনার নাম লিখুন

সর্বশেষ সংবাদ