কানাডায় করোনায় সপ্তম বাংলাদেশির মৃত্যু

ভোরের আলো রিপোর্ট: কানাডার টরেন্টোতে করোনায় আক্রান্ত হয়ে আরও এক প্রবাসী বাংলাদেশির মৃত্যু হয়েছে। শুক্রবার টরন্টোর ডেভেনপোর্ট এলাকায় অ্যাপার্টমেন্টে তার মৃত্যু হয়। এ নিয়ে করোনাভাইরাসে দেশটিতে সাত বাংলাদেশির মৃতু হলো।

মৃত প্রবাসীর নাম মোহাম্মদ আবু নাসের (৭১)। তার দেশের বাড়ি নোয়াখালী জেলার চাটখিলে। তবে ঢাকার ফার্মগেট এলাকার জাহানারা গার্ডেনে দীর্ঘদিন ধরে পরিবার নিয়ে থাকতেন। তিনি ২০০৬ সালে কানাডায় যান।

স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার টরন্টোর ডেভেনপোর্ট এলাকায় অ্যাপার্টমেন্টে মোহাম্মদ আবু নাসের মৃত্যু হয়। তার স্ত্রী, দুই ছেলে ও দুই মেয়ে রয়েছেন। তবে মৃত্যুকালে আপন কেউ তার কাছে ছিলেন না।

তার বড় ছেলে যুক্তরাষ্ট্রে বসবাস করেন এবং বাকি ছেলে মেয়েরা দেশে থাকেন। কিছুদিন আগে তিনি স্ত্রীকে নিয়ে দেশে বেড়াতে যান এবং একাই কানাডা ফেরেন।

শনিবার অপরাহ্নে রিচমন্ড হিলের সেমিটারিতে তাকে ধর্মীয় মর্যাদায় দাফন করা হয়।

উল্লেখ্য, অটোয়ায় গত ৪ এপ্রিল শরিয়তুল্লাহ, ৫ এপ্রিল টরন্টোতে মুক্তিযোদ্ধা হাজী তুতিউর রহমান, ১০ এপ্রিল ওমর শেখ ও জামাল আলী, ১৭ এপ্রিল বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট সালাম শরিফ, ১৮ এপ্রিল শওকত আলী মারা যান।

কানাডায় এখন পর্যন্ত ৪৫ হাজার ৫৮৫ জন করোনায় আক্রান্ত হয়েছেন। মৃত্যু হয়েছে ২ হাজার ৪৯০ জনের এবং সুস্থ হয়ে ঘরে ফিরেছেন ১৬ হাজার ৫১৯ জন।

এমন আরো সংবাদ

একটি উত্তর দিন

দয়া করে আপনার মন্তব্য লিখুন !
দয়া করে এখানে আপনার নাম লিখুন

সর্বশেষ সংবাদ