করোনায় বিশ্বের ১ লাখ ৭০ হাজার তাজা প্রাণের মৃত্যু

অনলাইন ডেস্ক:

বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া প্রাণঘাতী করোনাভাইরাসে এখন পর্যন্ত ১ লাখ ৭০ হাজার ৪৩৬ জন তাজা প্রাণের মৃত্যু হয়েছে। এ ছাড়া করোনাভাইরাসের পরিসংখ্যান জানার অন্যতম ওয়েবসাইট ওয়ার্ল্ডওমিটারের তথ্য অনুযায়ী করোনায় গত ২৪ ঘণ্টায় ১০ হাজারের বেশি মানুষের মৃত্যু হয়েছে। একইসঙ্গে মঙ্গলবার সকাল পর্যন্ত কোভিড-১৯-এ আক্রান্ত হয়েছেন বিশ্বের ২৪ লাখ ৮১ হাজার ৩৭৪ জন মানুষ।

এদের মধ্যে বর্তমানে ১৬ লাখ ৬৩ হাজার ২০৫ জন চিকিৎসাধীন এবং ৫৭ হাজার ১৬৫ জন আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন।

এ পর্যন্ত করোনাভাইরাস আক্রান্তদের মধ্যে ৬ লাখ ৪৭ হাজার ৭৩৩ জন সুস্থ হয়ে উঠেছেন এবং ১ লাখ ৭০ হাজার ৪৩৬ জন রোগী মারা গেছেন।

এদিকে প্রাণঘাতী এ করোনাভাইরাস বাংলাদেশসহ বিশ্বের ২১০টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে। গত ১১ মার্চ করোনাভাইরাস কোভিড-১৯ কে মহামারি ঘোষণা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।

(ভোরের আলো/ফআ)

এমন আরো সংবাদ

একটি উত্তর দিন

দয়া করে আপনার মন্তব্য লিখুন !
দয়া করে এখানে আপনার নাম লিখুন

সর্বশেষ সংবাদ