করোনায় তীব্র খাদ্য নিরাপত্তাহীনতায় ২৬ কোটি মানুষ

অনলাইন ডেস্ক:

চলতি বছর বিশ্বে তীব্র খাদ্য নিরাপত্তাহীনতার মুখোমুখি হবে ২৬ কোটি ৫০ লাখ মানুষ। গত বছরের তুলনায় এই সংখ্যা দ্বিগুণ। করোনাভাইরাসের কারণে অর্থনৈতিক বিপর্যয়ের কারণে এ পরিস্থিতির সৃষ্টি হবে। মঙ্গলবার বিশ্ব খাদ্য সংস্থা এ তথ্য জানিয়েছে।

সংস্থাটি জানিয়েছে, করোনার প্রভাবে পর্যটন খাতের আয় কমেছে, রেমিটেন্স কমেছে এবং ভ্রমণ ও অন্যান্য নিষেধাজ্ঞার কারণে তীব্র খাদ্যাভাবের কবলে পড়বে ১৩ কোটি মানুষ। ইতোমধ্যে এই তীব্র খাদ্যাভাবের শিকারের তালিকায় রয়েছে ১৩ কোটি ৫০ লাখ মানুষ।

বিশ্ব খাদ্য সংস্থার প্রধান অর্থনীতিবিদ ও গবেষণা, মূল্যায়ণ ও পর্যবেক্ষণ বিষয়ক পরিচালক আরিফ হুসেইন বলেন, ‘ইতোমধ্যে সুতায় ঝুলন্ত কোটি কোটি মানুষের জন্য কোভিড-১৯ সম্ভাব্য বিপর্যয়।’

(ভোরের আলো/ফআ)

এমন আরো সংবাদ

একটি উত্তর দিন

দয়া করে আপনার মন্তব্য লিখুন !
দয়া করে এখানে আপনার নাম লিখুন

সর্বশেষ সংবাদ