‘করোনাভাইরাস মানুষের তৈরি নয়’

অনলাইন ডেস্ক:

করোনাভাইরাস গবেষণাগারে মানুষের তৈরি নয় বলে দাবি করেছে চীন। ভয়ংকর ভাইরাস নিয়ে গবেষণা পরিচালনাকারী উহান ইনিস্টিটিউট অব ভাইরোলোজির পি-ফোর গবেষণাগারের প্রধান ইউয়ান ঝিমিং এ দাবি করেছেন।

রোববার চীনা সরকারি সংবাদমাধ্যম সিজিটিএনকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেছেন, ‘কোনোভাবেই এই ভাইরাস আমাদের তৈরি নয়।’

শনিবার করোনাভাইরাসের উৎপত্তির জন্য  চীনকে দায়ী করে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হুমকি দেওয়ার এক দিন পর বেইজিং এই সাক্ষাৎকার প্রচার করলো। ট্রাম্প বলেছেন, ‘তারা (চীন) যদি দায়ী থাকে, তাহলে নিশ্চিত তাদের পরিণতি ভোগ করতে হবে।’

ইউয়ান ঝিমিং বলেন, ‘ইনিস্টিটিউটে কী ধরনের গবেষণা চলছে এবং কীভাবে ইনিস্টিটিউট ভাইরাস ও নমুনা নিয়ে কাজ করে তা আমরা জানি। আমাদের কাছ থেকে ভাইরাসের উৎপত্তির কোনো উপায়ই নেই।

করোনাভাইরাস চীন তৈরি করে থাকতে পারে বলে ট্রাম্প যে দাবি করেছেন তা প্রত্যাখ্যান করে তিনি বলেন, ‘এটা পুরোপুরি কল্পনার ওপর নির্ভরশীল। এর কিছু উদ্দেশ্য হচ্ছে জনগণকে বিভ্রান্ত করা এবং আমাদের মহামারি প্রতিরোধ ও বৈজ্ঞানিক কর্মকাণ্ডে হস্তক্ষেপ করা। তারা হয়তো কোনোভাবে তাদের উদ্দেশ্য হাসিল করেছে। তবে একজন বিজ্ঞানী এবং বিজ্ঞান ও প্রযুক্তি ব্যবস্থাপক হিসেবে আমি জানি এটা অসম্ভব।’

ঝিমিং বলেন, ‘কোভিড-১৯ মানুষের তৈরি হতে পারে না।’ এটি যে কৃত্রিম তার পক্ষেও কোনো প্রমাণ নেই বলে দাবি করেন তিনি।

(ভোরের আলো/ফআ)

এমন আরো সংবাদ

একটি উত্তর দিন

দয়া করে আপনার মন্তব্য লিখুন !
দয়া করে এখানে আপনার নাম লিখুন

সর্বশেষ সংবাদ