মানুষ অনাহারে, ইউএনও ব্যস্ত হুইপের ভাইয়ের জন্মদিন পালনে

ভোরের আলো ডেষ্ক: মানুষ আছে অনাহারে। চট্টগ্রামের পটিয়াতে খাবারের জন্য বিক্ষোভ হয়েছে। করোনাভাইরাসের এমন দুর্যোগময় পরিস্থিতিতে চট্টগ্রামের পটিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তার কক্ষে ঘটা করে জন্মদিন পালন করলেন হুইপ সামশুল হক চৌধুরীর ছোট ভাই মুজিবুল হক চৌধুরী নবাব।

পটিয়ায় এরই মধ্যে করোনাভাইরাসে আক্রান্ত দুজন রোগীর খোঁজ মিলেছে। মারা গেছে ছয় বছরের এক শিশু। সেখানে ত্রাণ না পেয়ে অনেক স্থানে বিক্ষোভও করছেন অনাহারে থাকা মানুষ। এ পরিস্থিতিতে জন্মদিন পালনে ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন অনেকে।

জানা গেছে, গত ২ এপ্রিল ছিল সামশুল হক চৌধুরীর ছোট ভাই মুজিবুল হক চৌধুরী নবাবের জন্মদিন। গত ১৫ এপ্রিল ফেসবুকে জন্মদিন পালনের কিছু ছবি প্রকাশিত হলে তোলপাড় সৃষ্টি হয়। প্রকাশিত একটি ছবিতে দেখা যায়, উপজেলা নির্বাহী কর্মকর্তার অফিসে পটিয়া উপজেলা আওয়ামী যুবলীগের সদস্য শাহানা আকতার টিয়া মুজিবুল হক চৌধুরী নবাবকে কেক খাইয়ে দিচ্ছেন।

আয়োজনে উপস্থিত নাম প্রকাশে অনিচ্ছুক একজন বলেন, মূল আয়োজনে কেক কেটেছেন পটিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারজানা জাহান উপমা। তিনি প্রশাসন ক্যাডারের ৩১তম ব্যাচের কর্মকর্তা। এ ব্যাচের প্রথম ব্যক্তি তিনি। তার মতো মেধাবী কর্মকর্তার কাছ থেকে এমনটা আশা করা যায় না।

কেক কাটা অনুষ্ঠানে পটিয়া পৌরসভা আওয়ামী লীগের নেতা জয়নাল, নবাবের শ্যালক আবদুল আজিজ, পটিয়া উপজেলা যুবলীগের আহ্বায়ক হাসান উল্লা চৌধুরী, ছাত্রলীগ নেতা আজিজুল হক জীবন প্রমুখ উপস্থিত ছিলেন বলে জানা গেছে।

এমন আরো সংবাদ

একটি উত্তর দিন

দয়া করে আপনার মন্তব্য লিখুন !
দয়া করে এখানে আপনার নাম লিখুন

সর্বশেষ সংবাদ