ভিজিডির চালসহ ইউপি সদস্যকে পুলিশে দিল এলাকাবাসী

ভোরের আলো ডেস্ক:

সিরাজগঞ্জ সদর উপজেলায় বাগবাটি ইউনিয়নে হতদরিদ্রদের জন্য বরাদ্দকৃত ১০ টাকা মূল্যের ১৫ বস্তা চালসহ আল-আমিন নামের এক ইউপি সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার দুপুরে বাগবাটি ইউনিয়নের গাড়াদহ গ্রাম থেকে চালসহ তাকে আটক করা হয়। আটক আল-আমিন সদর উপজেলার বাগবাটি ইউনিয়নের ৩নং ওয়ার্ডের সদস্য।

প্রত্যক্ষদশী ও স্থানীয়রা জানান, বাগবাটি ইউনিয়নের চেয়ারম্যান মোঃ জাহাঙ্গীর আলম ও ইউপি সদস্য আল-আমিন মিলে সকালে কালোবাজারে বিক্রি করার জন্য এলাকাবাসী আটক করে পুলিশে খরব দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে ওই চালসহ ইউপি সদস্যকে আটক করে থানায় নিয়ে যায়।

স্থানীয়রা আরো অভিযোগ করে বলেন, দীর্ঘ দিন যাবত তারা দুই জনে মিলে ওই বাড়ীতে চাল মজুদ রাখে। এলাকাবাসী বলতে গেলে চেয়ারম্যান জাহাঙ্গীর আলম হুমকি ধামকি প্রদর্শন করে। এসময় চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে হতদরিদ্রদের ত্রান না দেয়ায়, শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল ও শ্লোগানে মুখরিত হয়ে ওঠে পুরো এলাকা। এর আগেও এই চেয়ারম্যানের বিরুদ্ধে চাল চুরির অভিযোগে ওই এলাকাবাসি পিপুল বাড়িয়া বাজারে মানববন্ধন দুস্থ ও অসহায় মানুষেরা।

সিরাজগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ হাফিজুর রহমান জানান, সরকারী ১০ টাকা কেজি মূল্যের চাউল বিক্রি করছে মর্মে এলাকাবাসী অবগত করলে পুলিশ ঘটনাস্থ গিয়ে চাউলসহ ৩নং ওয়ার্ডের ইউপি সদস্য আল-আমিনকে আটক করে থানায় নিয়ে আসে।

সদর উপজেলার ২নং বাগবাটি ইউনিয়নের পরিষদের চেয়ারম্যান মোঃ জাহাঙ্গীর আলম সকল অভিযোগ অস্বীকার করে বলেন, এই চাল ইউনিয়ন পরিষদ থেকে নেয়া হয়েছে। তবে চাল চুরির ঘটনার সাথে আমি জড়িত নয়।

এ ব্যাপারে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সরকার অসীম কুমার সরকার জানান, হতদরিদ্রদের জন্য বরাদ্দকৃত চালসহ ইউপি সদস্য আল-আমিনকে আটক করে পুলিশ। এ ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হয়েছে। ২৪ ঘন্টার মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিল করলে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে বলে তিনি জানান।

(ভোরের আলো/ফআ)

এমন আরো সংবাদ

একটি উত্তর দিন

দয়া করে আপনার মন্তব্য লিখুন !
দয়া করে এখানে আপনার নাম লিখুন

সর্বশেষ সংবাদ