দক্ষিণ কোরিয়ায় সেরে ওঠা মানুষ কেন ফের আক্রান্ত হচ্ছেন?

অনলাইন ডেস্ক:

দক্ষিণ কোরিয়ায় নভেল করোনাভাইরাস থেকে ‘সুস্থ হয়ে ওঠা’ বেশ কিছু রোগী ‘দ্বিতীয়বার সংক্রমিত’ হচ্ছেন বলে বিভিন্ন গণমাধ্যমে খবর এসেছে। বিষয়টি নিয়ে দক্ষিণ কোরিয়া চিন্তিত। রহস্য উদঘাটনে দেশটির স্বাস্থ্য কর্মকর্তারা নতুন করে গবেষণায় নেমেছেন।

বিশেষজ্ঞরা বলছেন, ত্রুটিপূর্ণ টেস্টের কারণে এমনটি হতে পারে অথবা ভাইরাসটি সুপ্তাবস্থায় গিয়ে আবার সক্রিয় হয়ে থাকতে পারে।

দক্ষিণ কোরিয়ার স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে বৃহস্পতিবার জানানো হয়েছে, এমন ১৪১ জন রোগী পাওয়া গেছে।

করোনাভাইরাস দ্বিতীয়বার একই মানুষের শরীরে আক্রমণ করছে, এমন খবর চীন থেকেও শোনা গেছে। নতুন করে গবেষণা না করে দক্ষিণ কোরিয়া অবশ্য এমন মন্তব্য করতে নারাজ।

দেশটির বিজ্ঞানীদের উদ্ধৃত করে রয়টার্সের খবরে বলা হয়েছে, ভাইরাসটি কিছু সময়ের জন্য সুপ্ত অবস্থায় যেতে পারে। তখন পরীক্ষায় সেটি ধরা না পড়লে চিকিৎসকেরা রোগীকে সুস্থ ঘোষণা করছেন। পরে দেখা যাচ্ছে ভাইরাস আবার সক্রিয় হচ্ছে!

প্রাথমিক এই সম্ভাবনার পাশাপাশি কিছু মানুষের দুর্বল রোগ প্রতিরোধ ক্ষমতাকেও বিবেচনায় রাখছেন বিজ্ঞানীরা। তারা বলছেন, যাদের ইমিউন সিস্টেম দুর্বল, তাদের ক্ষেত্রে এই শঙ্কা বেশি।

(ভোরের আলো/ফআ)

এমন আরো সংবাদ

একটি উত্তর দিন

দয়া করে আপনার মন্তব্য লিখুন !
দয়া করে এখানে আপনার নাম লিখুন

সর্বশেষ সংবাদ