করোনায় ইতালিতে চতুর্থ বাংলাদেশির মৃত্যু

নভেল করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়ে ইতালিতে চতুর্থ বাংলাদেশি হিসেবে মো. সালাউদ্দীন সৈয়াল (৪২) নামের এক প্রবাসীর। বুধবার স্থানীয় একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

এ নিয়ে দেশটিতে করোনায় আক্রান্ত হয়ে চার বাংলাদেশির মৃত্যু হলো।

জানা গেছে, ইতালির উত্তরাঞ্চল লোম্বার্দিয়ার আওতাধীন বেরগামো মো. সালাউদ্দীন সৈয়াল পরিবারসহ দীর্ঘদিন বসবাস করে আসছিলেন। করোনায় আক্রান্ত হয়ে প্রায় ২০ দিন ধরে তিনি বেরগামো হাসপাতালে চিকিৎসা নিচ্ছিলেন। হাসপাতালে বুধবার তিনি মারা যান।

তার গ্রামের বাড়ি শরিয়তপুর জেলার নড়িয়া উপজেলার পাটকল এলাকায়। মৃত্যুকালে তিনি স্ত্রী ও এক মেয়ে রেখে গেছেন।

উল্লেখ্য, ইতালিতে এর আগে আরও তিন জন প্রবাসী করোনায় মারা গেছেন।

এমন আরো সংবাদ

একটি উত্তর দিন

দয়া করে আপনার মন্তব্য লিখুন !
দয়া করে এখানে আপনার নাম লিখুন

সর্বশেষ সংবাদ