ভোরের আলো ডেষ্ক: চীনের সীমানা পেরিয়ে বিশ্বের ২০৩টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে করোনাভাইরাস। ইতোমধ্যে আক্রান্তের সংখ্যা ১০ লাখ ছাড়িয়েছে। মৃত্যুবরণ করেছে ৫৯ হাজারের বেশি। এদিকে, কানাডাসহ দক্ষিণ আমেরিকার দেশগুলোতে চিকিৎসা সরঞ্জাম রপ্তানি বন্ধে ট্রাম্পের সিদ্ধান্তে ক্ষোভ জানিয়েছেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো।
এ ব্যাপারে তিনি বলেন, প্রতিদিন হাজারো কানাডীয় স্বাস্থ্যকর্মী যুক্তরাষ্ট্রে চিকিৎসাসেবা দিয়ে থাকে। কৃতজ্ঞতাস্বরূপ তাই এ ধরনের সিদ্ধান্ত নেয়া ঠিক হবে না দেশটির।
এর আগে স্থানীয় সময় বৃহস্পতিবার ট্রাম্প জানান, চিকিৎসা সরঞ্জামের ঘাটতি মেটাতে প্রয়োজনে প্রস্তুতকারক কোম্পানীগুলোকে রপ্তানি বন্ধে নির্দেশনা দেয়া হবে।
উল্লেখ্য, কয়েকদিনের ব্যবধানে যুক্তরাষ্ট্রে করোনা সংক্রমণের হার অস্বাভাকি হারে বৃদ্ধি পাওয়ায় সম্প্রতি চিকিৎসা সরঞ্জামের সংকট দেখা দেয়। ফেস মাস্কের মত জরুরি জিনিসগুলোরও ঘাটতি দেখা যায়।