মৃত্যুর সংখ্যা এক লাখের নিচে রাখতে পারলে সেটি হবে সফলতা: ট্রাম্প

ভোরের আলো, ওয়াশিংটন: করোনা ভাইরাসে যুক্তরাষ্ট্রে মৃত্যুর সংখ্যা এক লাখের নিচে রাখতে পারলে সেটি হবে সফলতা । রবিবার করোনা ভাইরাস নিয়ে একটি সংবাদ সম্মেলনে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এমন মন্তব্য করেন।

সম্প্রতি যুক্তরাষ্ট্রের জাতীয় অ্যালার্জি এবং সংক্রামক রোগ ইনস্টিটিউট এর ডিরেক্টর এন্থনি ফাউসি জানান, দেশটিতে করোনা ভাইরাসে দুই লাখ মানুষ মারা যেতে পারেন। এন্থনি ফাউসির এমন দাবির পরই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এ মন্তব্য করলেন।সংবাদ সম্মেলনে যুক্তরাষ্ট্রে আগামী ৩০ এপ্রিল পর্যন্ত সকলকে সামাজিক দূরত্ব বজায় রেখে চলার আহ্বান জানান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প । যদিও এর আগে ট্রাম্প জানিয়েছিলেন, খ্রিস্টানদের অন্যতম ধর্মীয় অনুষ্ঠান ইস্টার সানডের ( ১২ এপ্রিল) আগেই যুক্তরাষ্ট্রের করোনা পরিস্থিতি স্বাভাবিক হয়ে যাবে। এ বিষয়ে ট্রাম্প বলেন, আগামী দুই সপ্তাহের মধ্যে সবচেয়ে বেশি মানুষ মারা যাবে। আমরা খুব চেষ্টা করছি। আমি চাই যাতে আমাদের আগের সময় ফিরে আসুক।

জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ের দেয়া তথ্য অনুযায়ী, যুক্তরাষ্ট্রে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন ১ লাখ ৪২ হাজার ৭৯৩ জন। মারা গেছেন ২ হাজার ৪শ ৯০জন।

এমন আরো সংবাদ

একটি উত্তর দিন

দয়া করে আপনার মন্তব্য লিখুন !
দয়া করে এখানে আপনার নাম লিখুন

সর্বশেষ সংবাদ