শহর সামলাবে সাত মাসের শিশু!

তার বয়স মাত্র সাত মাস। এখনও মায়ের কোলেই দিন কাটে তার। আর এই শিশুই কিনা মেয়র হয়ে বসে আছে।

না, এটা কোনো কল্পকাহিনী নয়; বাস্তব ঘটনা। আর এই ব্যতিক্রমী ঘটনাটি ঘটেছে যুক্তরাষ্ট্রের টেক্সাসের হোয়াইটহিল নামক এলাকায়।

শিশুটির নাম উইলিয়াম চার্লস ম্যাকমিলান। মানুষ আদর করে তাকে ডাকে চার্লি। সাত মাস বয়সী চার্লিই এখন যুক্তরাষ্ট্রের সবচেয়ে অল্পবয়সী মেয়র।

ঐ শহরের নাগরিকেরাই তাকে মেয়র হিসেবে পছন্দ করেছে। গত রবিবার শপথ নেওয়া হয়ে গিয়েছে তার। এর মধ্য দিয়ে ইতিহাসে সর্বকনিষ্ঠ মেয়র হয়ে দৃষ্টান্ত গড়ল চার্লি।

গত অক্টোবর শহরটির সম্মানসূচক মেয়র পদের জন্য নির্বাচিত হয়েছিল চার্লি। ‘মেক আমেরিকা গ্রেট অ্যাগেইন’-এর লক্ষ্যে গ্রিমস কাউন্টির বাসিন্দারা নির্বাচিত করেন এই শিশুকে। যদিও প্রতিবছর সম্মানসূচক মেয়র পদটির জন্য জরিপ করা হয়। সেইভাবে এ বছর চার্লিকেই মেয়র হিসেবে বেছে নেওয়া হয়।

এদিকে চার্লির শপথ অনুষ্ঠানের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়ে পড়ে। সেখানে দেখা যায়, বাবা চ্যাড ও মা ন্যান্সি ম্যাকমিলানের সঙ্গে দাঁড়িয়ে শপথ নিচ্ছে ছোট্ট চার্লি। সে সময় চার্লিকে বেশ হাসিখুশি প্রাণবন্ত দেখা যায়। কালো রঙের স্যুট পড়ে শপথ নিতে এসেছিল চার্লি।

এমন আরো সংবাদ

একটি উত্তর দিন

দয়া করে আপনার মন্তব্য লিখুন !
দয়া করে এখানে আপনার নাম লিখুন

সর্বশেষ সংবাদ