বাবার লাশ বাড়িতে রেখে পরীক্ষায় বসলেন ছেলে

জেএসসি পরীক্ষার্থী ছেলের জন্য কলম কিনতে গিয়েছিলেন বাবা। কলম কিনে বাড়ি ফেরার পথে মোটরসাইকেল চাপায় মৃত্যুর কোলে ঢলে পড়েন সেই বাবা। বাড়ি ফিরেছেন বাবা ঠিকই কিন্তু লাশ হয়ে।

বাবার মৃত্যুর সংবাদে ছেলে গুরুতর অসুস্থ পড়লে পরীক্ষা না দেয়ার সিদ্ধান্ত নেন। বাড়িতে বাবার লাশ রেখে কিছুতে পরীক্ষা কেন্দ্রে যেতে চাইছিলেন না ছেলে।

এমন সংবাদে বাবার শোকে কাতর সেই ছেলের পাশে দাঁড়ালেন ইউএনও। দ্রুত চিকিৎসার ব্যবস্থা করে তাকে সারিয়ে তোলেন। পরে মেডিকেলের কেবিনেই তার পরীক্ষা দেয়ার ব্যবস্থা করেন।

সোমবার সকালে মর্মস্পর্শী এই ঘটনাটি ঘটেছে নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার ফতেহপুর ইউপির দক্ষিণ পাড়া এলাকায়।

এমন আরো সংবাদ

একটি উত্তর দিন

দয়া করে আপনার মন্তব্য লিখুন !
দয়া করে এখানে আপনার নাম লিখুন

সর্বশেষ সংবাদ