বিশ্বের ১০০ প্রভাবশালী নারীর তালিকায় বাংলাদেশি জেসমিন

বিশ্বের প্রভাবশালী ১শ নারীর তালিকা প্রকাশ করেছে বিবিসি। বিভিন্ন দেশের এসব নারী সমাজে অনুপ্রেরণা দিচ্ছেন এবং তাদের দ্বারা অন্যরা প্রভাবিত হচ্ছেন।

প্রভাবশালী নারীদের এই তালিকায় স্থান পেয়েছেন বাংলাদেশে জন্ম নেয়া জেসমিন আক্তার। বাংলাদেশের একটি রোহিঙ্গা ক্যাম্পে তার জন্ম। তার বাবা মারা গেছেন।

তার বাবা-মা মিয়ানমার থেকে বাংলাদেশে আশ্রয় নিয়েছিলেন। রোহিঙ্গা মুসলিমদের বিশ্বের সবচেয়ে নিগৃহীত সংখ্যালঘু জনগোষ্ঠী হিসেবে বর্ণনা করেছে জাতিসংঘ।

মিয়ানমার সেনাদের অত্যাচার ও নিপীড়ন থেকে বাঁচতে গত কয়েক বছরে লাখ লাখ রোহিঙ্গা মুসলিম বাংলাদেশে আশ্রয় নিয়েছে। তারা কক্সবাজারের রোহিঙ্গা শিবিরগুলোতে আশ্রয় নিয়েছেন। এমনই একটি রোহিঙ্গা ক্যাম্পে জন্ম হয়েছিল জেসমিনের। পরে তিনি সেখান থেকে শরণার্থী হিসেবে যুক্তরাজ্যে পাড়ি জমান।

তিনি যুক্তরাজ্যে ক্রিকেট খেলায় যুক্ত হন এবং ব্রেডফোর্ডে নিজের বন্ধুদের সঙ্গে এশিয়ান গার্লস ক্রিকেট টিম গড়ে তোলেন। এ বছর স্ট্রিট চাইল্ড ক্রিকেট ওয়ার্ল্ড কাপে ইংল্যান্ড দলের হয়ে ক্রিকেট খেলেছেন জেসমিন।

এমন আরো সংবাদ

একটি উত্তর দিন

দয়া করে আপনার মন্তব্য লিখুন !
দয়া করে এখানে আপনার নাম লিখুন

সর্বশেষ সংবাদ