কুইবেক : আবারও জাতীয় নির্বাচনে…

লিখেছেন মাহমুদুল হাসান রুবেল

কুইবেক প্রদেশ আবারও কানাডার জাতীয় নির্বাচনে অন্যতম নিয়ামক ভূমিকা পালন করলো। বলা যেতে পারে, কুইবেকের ব্লক কুইবেকুয়া দলের কারণে জাস্টিন ট্রুডোর লিবারেল পার্টি এককভাবে সরকার গঠনে ব্যর্থ হলো। কুইবেকের ৭৮ টি আসনের মধ্যে লিবারেল পার্টি ৩৫টি, ব্লক কুইবেকুয়া ৩২ টি, কনজারভেটিব ১০ টি এবং এনডিপি মাত্র একটি আসনে জয়ী হয়েছে। ২০১৫ সালের নির্বাচনে কুইবেক থেকে ৪০টি আসনে জয়ী হয়েছিল লিবারেল পার্টি এবং ব্লক কুইবেকুয়া পেয়েছিল ১০টি আসন।


কুইবেকের প্রাদেশিক সরকারের বিল-২১ যা কানাডার নির্বাচনে আলোচনার শীর্ষে ছিলো। বিতর্কিত বিল-২১ হলো ধর্মীয় পোষাক এবং সিম্বল বিষয়ক বিল যেটা জাস্টিন ট্রুডো সমর্থন করেননি। জাস্টিন ট্রুডো এ বিল নিয়ে বলেছেন, কানাডার চার্টার অব রাইটস অনুযায়ী কানাডার প্রতিটি নাগরিকের ধর্মীয় স্বাধীনতা আছে। আর এ বিল তা রহিত করছে। এটার কারণে কুইবেকে জাস্টিন ট্রুডোর লিবারেল পার্টি ক্ষতিগ্রস্থ হয়েছে। এটা জেনেও জাস্টিন ট্রুডো তার বিশ্বাস থেকে সরে আসেননি। এখন দেখার বিষয়, জাস্টিন ট্রুডোর মাইনোরিটি সরকার হাউস অব কমেন্স এ বিল ২১ তুলে কি না ! ব্লক কুইবেকুয়া নির্বাচনী প্রচারণায় বিল ২১ যেন কোন ফেডারেল সরকার প্রশ্নবিদ্ধ না করে সেদিকে আলোকপাত করেছিল যা তাদের নির্বাচনী ফলাফলে কাজে দিয়েছে। পাশাপাশি কুইবেক প্রদেশের মধ্য দিয়ে যেন আরেকটি পাইপলাইন যায় সেটারও প্রচার করেছিল- যা কুইবেকের জনগণ গ্রহণ করেছিল। কার্বন ট্যাক্স অক্ষুণ্ণ রাখার ব্যাপারে স্পষ্ট মতামত ছিলো দলটির। ২০১১ সালে ৭৮ টির মধ্যে ৫৯ টি আসন জয়ী এনডিপির এবারের হারানো আসনগুলো লিবারেল তাদের আয়ত্বে আনতে পারেনি ব্লক কুইবেকুয়ার কারণে। সেটার কারণেই জাস্টিন ট্রুডোকে মাইনরিটি সরকার গঠন করতে হবে এনডিপির সাথে। কুইবেক থেকে যদি আরো ১৩টি আসন জয়ী হতে পারতেন লিবারেল পার্টির এমপি প্রার্থীরা তাহলে সরকার পরিচালনা অনেক সহজ হতো জাস্টিন ট্রুডোর জন্য।

এমন আরো সংবাদ

একটি উত্তর দিন

দয়া করে আপনার মন্তব্য লিখুন !
দয়া করে এখানে আপনার নাম লিখুন

সর্বশেষ সংবাদ