মুন্সীগঞ্জ-বিক্রমপুর এসোসিয়েশনের কার্যকরী সভা বাংলাদেশ হইতে কেন্দ্রীয় কমিটির মহাসচিব এর আগমন

গত ৬ই অক্টোবর রবিবার টরন্টোস্থ ৩০৩০ ডেনফোর্থ এভিনিউ রেড হট তুন্দুরী হাউস এ মুন্সীগঞ্জ বিক্রমপুর এসোসিয়েশনের কার্যকরী পরিষদের সভায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ হইতে আগত মুন্সীগঞ্জ বিক্রমপুর সমিতির কেন্দ্রীয় কমিটির মহাসচিব জনাব বীর মুক্তিযোদ্ধা ডাঃ মোঃ জাহাঙ্গীর আলম, উক্ত সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি ফারুক খান, সভাটি সার্বিক পরিচালনায় ছিলেন ডাঃ মাহবুব আলম ও দেওয়ান সুজন।
প্রধান অতিথি কেন্দ্রীয় মুন্সীগঞ্জ বিক্রমপুর সমিতির মহাসচিব জাহাঙ্গীর আলম বলেন কানাডা অন্টারিও মুন্সীগঞ্জ বিক্রমপুর এসোসিয়েশনের সবাইকে কেন্দ্রীয় কমিটিতে আজীবন সদস্য করা হলো। আপনারা শীঘ্রই আপনাদের নাম ও ঠিকানা আমাদেরকে জানান আমরা আজীবন সদস্য অন্তর্ভুক্ত করিব। আপনারাই আমাদের কানাডা অন্টারিও মুন্সীগঞ্জ বিক্রমপুর সমিতির শাখা। যেমন লন্ডন, টকিও, র্নিউইউক, সিডনিতে আছে। একই ভাবে তিনি আরও বলেন সবার সম্মতিক্রমে আগামী ২০২০ জানুয়ারী, ফেব্রুয়ারী মুন্সীগঞ্জ বিক্রমপুর এসোসিয়েশন এবং কেন্দ্রীয় কমিটি বাংলাদেশের যৌথ ভাবে উদ্যেগে বিনামূল্যে চিকিৎসা ও ঔষধ বিতরণ করার লক্ষে মেডিক্যাল টিম দ্বারা সেবা দেওয়া হইবে। উক্ত সভায় আরো বক্তব্য রাখেন উপদেষ্টা জাহাঙ্গীর আলম, সহ-সভাপতি দেলোয়ার হোসেন দুলাল, মোঃ মিজানুর রহমান বাদল, গোলাম রণি, দেলোয়ার খান, তাজুল ইসলাম, মাহাবুব শ্যামল, মিজানুর রহমান, হোসনী মোবারক তুহিন, মিজান এবং বিশিষ্ট বিল্ডার ব্যবসায়ী শামিম ভূয়ান।
সভাপতি ফারুক খান সবাইকে ধন্যবাদ জানিয়ে বলেন আগামী দিনে আমরা বিক্রমপুর প্রবাসী যারা অন্টারিওতে আছি মানুষের সেবায় যেন এগিয়ে আসতে পারি দেশে বিদেশে। দুপুরের খাওয়ার মধ্য দিয়ে সভা সমাপ্তি করেন।

এমন আরো সংবাদ

একটি উত্তর দিন

দয়া করে আপনার মন্তব্য লিখুন !
দয়া করে এখানে আপনার নাম লিখুন

সর্বশেষ সংবাদ