বিরিয়ানিতে মাংস কম পাওয়ায় যুবককে গুলি

বিয়ের খানায় বিরিয়ানিতে পছন্দমতো মাংসের টুকরো না পাওয়ার জেরে এক যুবককে ণ্ডলি করার ঘটনা ঘটেছে। ভারতের উত্তরপ্রদেশে মাদিয়ানো নামক এলাকায় এ ঘটনা ঘটে। টাইমস অব ইন্ডিয়া, ছয় মাস আগে এক বিয়ের অনুষ্ঠানে বিরিয়ানিতে পছন্দের মাংসের টুকরো পায়নি আরিফ। সেই জেরে ভ্যানচালক মিরাজকে ণ্ডলি করে হত্যার চেষ্টায় চালায় সে। ণ্ডরুতর আহত মিরাজ এখন হাসপাতালে চিকিৎসাধীন।
স্থানীয় পুলিশ কর্মকর্তা সন্তোষ কুমার সিং জানান, বিয়ের অনুষ্ঠানে আরিফকে ওই বিরিয়ানি পরিবেশন করেছিলেন মিরাজের বাবা। সেখানে পছন্দমতো মাংস না পাওয়ায় মিরাজের বাবার মুখে বিরিয়ানির প্লেট ছুড়ে মারে আরিফ। বাবার অপমানের প্রতিবাদে জানায় ২০ বছর বয়সী মিরাজ। এতে আরিফ ও মিরাজের মধ্যে দ্বন্দ্ব সৃষ্টি হয়। ছয় মাস ধরে সেই রাগ মনের মধ্যে পুষে রাখে আরিফ। একপর্যায়ে ভাড়াটে খুনি দিয়ে মিরাজকে ণ্ডলি করার সিদ্ধান্ত নেয় আরিফ।
এই ঘটনায় মিরাজের ভাই মোহাম্মদ সিরাজ থানায় অভিযোগ জানালে পুলিশ আরিফ ও ভাড়াটে খুনি অজয় কুমারকে গ্রেপ্তার করে। সিরাজের ভাষ্য, শনিবার রাতে একটি জন্মদিনের অনুষ্ঠান থেকে ফিরছিলেন মিরাজ। রাত এগারোটার দিকে মোটরসাইকেলে করে এসে তাকে ণ্ডলি করা হয়। হাতে ও বুকে ণ্ডলি লাগলেও প্রাণে বেঁচে যান মিরাজ।

এমন আরো সংবাদ

একটি উত্তর দিন

দয়া করে আপনার মন্তব্য লিখুন !
দয়া করে এখানে আপনার নাম লিখুন

সর্বশেষ সংবাদ