১২ অক্টোবর মন্ট্রিয়ল মাতাবেন সেলিম চৌধুরী

হাসন রাজার গান যারা ভালোবাসেন, তাদের কাছে সেলিম চৌধুরী পছন্দের একটি নাম। অন্যান্য ফোক ধরনের এবং আধুনিক গানও তিনি করেন।
ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে মাইক্রো বায়োলোজি বিষয়ে অনার্সসহ মাস্টার্স করেছেন সেলিম চৌধুরী। তখন ভাবেননি পেশাদার গায়ক হবেন। কিন্তু শেষ পর্যন্ত তাই হলেন।
সেই সেলিম চৌধুরী মন্ট্রিয়লে BSCF: Bangladesh Socio-Cultural Forum of Quebec এর আমন্ত্রণে আসবেন। ১২ অক্টোবর ৬৯০০ ডেকারি স্কয়ারে ডেকারি থিয়েটারে BSCF Talent Show 2019 এর Grand Finale এর অনুষ্ঠানে তিনি সঙ্গীত পরিবেশন করবেন। বাংলাদেশ আইডল খ্যাত মার্জিয়া তুরিন ছাড়াও বলিউড সিঙ্গার কোকিলা দত্ত এবং কথক নৃত্যশিল্পী সুদেঞ্চা মল্লিক এর পরিবেশনা দর্শকদের জন্য বাড়তি পাওনা হিসেবে থাকবে। টিকেটের দাম রাখা হয়েছে রেগুলার ১০ ডলার এবং ভিআইপি ৩৫ ডলার।

উল্লেখ্য যে, ব্যক্তিগত জীবনে এখনো অবিবাহিত সেলিম চৌধুরী সময় কাটে গানবাজনা নিয়ে। পরিবার ও বন্ধুদের জীবনের সবচেয়ে বড় অনুপ্রেরণা মনে করেন এই শিল্পী। এ ক্ষেত্রে প্রয়াত কথা সাহিত্যিক হুমায়ুন আহমেদের অবদানের কথা বেশ শ্রদ্ধাভরে স্মরণ করেন সেলিম। কারণ তাঁর এক নাটকে সেলিম চৌধুরীর গাওয়া ‘আইজ পাশা খেলবো রে শ্যাম’ আকাশচুম্বী জনপ্রিয়তা পেয়েছিল। ওটাই ছিল সেলিম চৌধুরীর সংগীত জীবনের টার্নিং পয়েন্ট।

এমন আরো সংবাদ

একটি উত্তর দিন

দয়া করে আপনার মন্তব্য লিখুন !
দয়া করে এখানে আপনার নাম লিখুন

সর্বশেষ সংবাদ